ভেনিজুয়েলার বিরোধী নেতা ফ্রেডি গুয়েভারাকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সোমবার তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাস ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হবে।
এর্টনি জেনারেল তারেক সাব এক বিবৃতিতে জানান, বিরোধী প্রধান নেতা জুয়ান গুয়াইদোর ঘনিষ্ঠ গুয়েভারাকে বলিভেরিয়ান ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস এর সদস্যরা আটক করেছে। কলম্বিয়ান সরকারের সাথে সম্পর্কিত চরমপন্থী ও আধা সামরিক গ্রুপের সাথে যোগসাজশ থাকায় তাতে আটক করা হয়েছে।