পিরোজপুর পৌর এলাকায় 'পুলিশের চোখ' হিসেবে বসানো হয়েছে দেড়শতাধিক সিসি ক্যামেরা। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। পুলিশ বলছে, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে গত তিন মাস ধরে এ কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে খুব সহজেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। আর এতে করে কমবে অপরাধের সংখ্যাও।