‘মানবতা কখনও হারে না’

জাগো নিউজ ২৪ ড. মিল্টন বিশ্বাস প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ১৫:২৯

কবি আসাদ মান্নান ১৩ জুলাই (২০২১) তাঁর ফেসবুকে ‘‘মানবতা কখনও হারে না’’ শিরোনামে একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে চমকে উঠেছি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যকে তিনি তুলে ধরেছেন। ‘ইতিহাসের বরকন্যা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা বঙ্গবন্ধুর যোগ্য কন্যা হিসেবে মানবতার দিশারি হয়ে উঠেছেন। বিশ্বব্যাপী তাঁর মহিমা আজ কীর্তিত হচ্ছে। কবি লিখেছেন-‘‘আজ রাতে ঘুমোতে যাবার আগে/একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে/একটা খবর দেখে মনে হলো/করোনা পীড়িত এই দুঃসময়ে/আমাদের আতঙ্ক ও দুশ্চিন্তাগ্রস্ত বুক থেকে/এক লক্ষ টন ভারি একটা অনাকাঙ্ক্ষিত বোঝা/হঠাৎ আশার স্রোতে ভেসে যাচ্ছে,/আশা জাগলো মনে/একদিন বুকটা হালকা হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us