‘দেশের জনসাধারণ এত অবহেলা ডিজার্ভ করে না’

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ১১:৫০

কথায়, গানে বিদ্যমান শ্রেণি ব্যবস্থাসহ সমাজের নানা অসঙ্গতিগুলোকে বার বার বিদ্ধ করে চলা শিল্পী কবীর সুমন একবার লিখেছিলেন, ‘সুবিধের খাটে আমাদের খুনসুটি/ শ্রেনীর সুবাদে সমঝোতা লুটোপুটি/ চুলোয় যাকগে যা আছে চুলোয় যাবার/ আমাদের আছে অঢেল খাবারদাবার’।


গরিবের ঘরে কিন্তু খাবার নেই। তাই পেটের ভাত জোটাতে সামান্য রোজগারের আশায় ‘কঠোর লকডাউন’ উপেক্ষা করে তাদের অনেকে নেমে আসছেন রাস্তায়। আর আটকে যাচ্ছেন জেল-জরিমানার জালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us