দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জোহানেসবার্গে ছড়িয়ে পড়ছে সহিংসতা। শনিবার সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগের পর রোববারও সহিংস বিক্ষোভ দেখা গেছে। জোহানেসবার্গের রাস্তায় বিক্ষোভকারীরা লাঠিসোটা নিয়ে মিছিল করেছে। বন্ধ হয়ে গেছে মহাসড়ক।
গত সপ্তাহে ১৫ মাসের কারাদণ্ডাদেশ পাওয়ার পর গ্রেপ্তার এড়াতে পুলিশের কাছে ধরা দেন জ্যাকব জুমা। পরে তাকে জেলে পাঠানো হয়। এরপর মূলত জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটাল প্রদেশে বিক্ষোভ দানা বেঁধেছে। পরে তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।