তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে আফগান, পাকিস্তানি ও বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বহনকারী একটি মিনিবাস বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহ ও বার্তা সংস্থা রয়টার্স। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রবিবার (১১ জুলাই) মুরাদিয়ে জেলায় খাদে পড়ার পর গাড়িতে আগুন লেগে যায়।
সঙ্গে সঙ্গেই তরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) থেকে চিকিৎসক দল, দমকল বাহিনী, নিরাপত্তা বাহিনী ও জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।