‘একদিন’ সরকার অনুমতি দেবে, আশা বিএনপির

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১৪:০৮

ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার সুযোগ নেই— সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। তারপরও বিএনপির পক্ষ থেকে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে বারবার অনুরোধ জানানো হচ্ছে। দলটির নেতারা বলছেন, ‘অনুমতি না দিলেও তারা সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়ে যাবেন। হয়তো একদিন সরকার অনুমতি দেবে’— এমন প্রত্যাশায় আছেন তারা।
 
বিএনপির নেতারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে খুবই অসুস্থ। বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার ঠিকই জানতে পারছে। তারপরও কেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না, একটি ঘরে ‘বন্দি’ রাখা হয়েছে, তা বোধগম্য নয়। তবে এটুকু বোঝা যাচ্ছে যে, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। এখানে অন্য একটি পক্ষের হস্তক্ষেপ রয়েছে!
 
কারা সেই পক্ষ— বিষয়টি পরিষ্কার না করলেও বিএনপির নেতারা বলছেন, তারা (অপরপক্ষ) চায় না দেশের বর্তমান এ পরিস্থিতিতে খালেদা জিয়া বাইরে যাক। আমরাও হাল ছাড়ছি না। সরকার যতই না করুক, আমরা বারবার তাগাদা দিয়ে যাব। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us