গত তিন বছরে দেশের প্রধান নদীসহ ছোটবড় প্রায় সব নদীর ১৬৫৮ পয়েন্টের প্রায় সাড়ে ছয় শ’ কিলোমিটার ভূমি বিলীন হয়েছে। তীরবর্তী মানুষ হারিয়েছে ঘরবাড়ি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। বেড়েছে উদ্বাস্তুর সংখ্যা। বস্তিতে বেড়েছে চাপ। লাখ লাখ মানুষের জীবিকা পড়েছে অনিশ্চয়তায়। মূলত নির্বিচারে বালু উত্তোলন ও নদীর প্রবাহে বাধা পড়াতেই নদীভাঙন এখন বেশি দেখা যাচ্ছে।