গৃহকর্তা, তার স্ত্রী, তাদের দুটি সন্তান এবং দুটি সন্তানের প্রত্যেকের আরও দুটি সন্তান ধরে বিবেচনা করলে পরিবারের গৃহকর্তার সাথে পরম্পরায় পরিবারের সদস্যদের অনুপাতের ধারাটা হবে ১:৭| একটি আদর্শ পরিবারের ক্ষেত্রে অনুপাতের ধারাটা হয়তো এর কাছাকাছি কিছু একটা হওয়া উচিত| ধরুন বাংলাদেশের প্রতিটি পরিবারের এমন একটি আদর্শ অনুপাতের ধারা যদি বজায় থাকত তাহলে কি বাংলাদেশের জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বলা যেত? এই যুক্তির সপক্ষে অনেকের বিবেচনাবোধ কাজ করলেও, যুক্তির বিপরীতে অনেক প্রকট যুক্তির উপস্থাপনও অস্বীকার করা যাবে না|