বিজ্ঞানমনস্ক মানুষই সম্পদ

কালের কণ্ঠ ড. মো. আনিসুজ্জামান প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১০:৪৬

প্রাণিজগতের অন্যতম সদস্য হোমো স্যাপিয়েন্স পৃথিবী শাসন করছে। জলে-স্থলে-আকাশে একচ্ছত্র আধিপত্য মানুষের। পৃথিবীতে মানুষের পথ কখনো মসৃণ ছিল না। কঠিন শীত-বর্ষা, বরফ-অগ্ন্যুৎপাত, ঝড়-জলোচ্ছ্বাস মানুষকে সহ্য করতে হয়েছে। পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থান থেকে মানুষের বিকাশ শুরু হয়নি। খাদ্য ও নিরাপত্তার জন্য মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। মাত্র ৪৫ হাজার বছর আগে সমুদ্র পার হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছে মানুষ। জীবন-জীবিকার সংগ্রামের মধ্য দিয়ে ১০ হাজার বছর আগে কৃষি বিপ্লব সম্পন্ন করে মানুষ। মাত্র ৫০০ বছর আগে বৈজ্ঞানিক বিপ্লব সম্পন্ন হয়েছে। কৃষি বিপ্লবের পরও মানুষকে খাদ্যের জন্য সারা দিন পরিশ্রম করতে হয়েছে। পৃথিবীর অধিকসংখ্যক মানুষ একুশ শতকেও শুধু খাদ্যের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে। নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান, সুশিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি বহু দেশেই। শূদ্র, দাস, দলিত, অভিজাত, ব্রাহ্মণ, মালিক, শ্রমিক, পুঁজিপতি এবং নিরন্ন মানুষের শ্রেণিবিভক্ত সমাজে বহুমুখী বিভাজনে বিপন্ন মানবসমাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us