সিপিসি’র অভিজ্ঞতা থেকে রাজনৈতিক দলগুলো যা শিখতে পারে

জাগো নিউজ ২৪ আলিমুল হক প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ০৯:৫৯

দেখতে দেখতে প্রায় নয় বছর কাটলো। নয় বছর ধরে খুব কাছ থেকে দেখছি চীন, চীনের মানুষ, চীনের হালচাল। শহর থেকে গ্রাম, উন্নত অঞ্চল থেকে তুলনামূলকভাবে কম উন্নত অঞ্চল, বিশাল শপিং মল থেকে একেবারে আটপৌরে কাঁচাবাজার—সর্বত্রই পড়েছে আমার অনুসন্ধানী নজর; গভীর রাতে সুনসান রাস্তায় একা একা হেঁটে, কর্মদিনের ব্যস্ততম সময়ে প্রচণ্ড ভিড়ে পাতাল রেলে চড়ে, বিশাল বিশাল বিমানবন্দরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে, কিংবা শহরতলীর ছোট্ট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে— আমি উপলব্ধি করার চেষ্টা করেছি চীনকে, চীনের আত্মাকে। গত নয় বছর ধরে আমি চীনের অনেককিছু দেখেছি, উপলব্ধি করেছি। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন: চীনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য কী? আমি বিনা দ্বিধায় বলব, সুশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us