টানা দুইবছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ কমলেও, অর্থপাচার কমেনি। পর্যবেক্ষকদের মতে, সেকেন্ড হোমসহ নতুন গন্তব্যকে বেছে নিচ্ছেন পাচারকারীরা। অর্থপাচার ঠেকাতে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যর্থতার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা।