হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: লাশ বুঝে পেতেও তিন সপ্তাহের অপেক্ষা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ২২:৪৪

নারায়ণগঞ্জের হাসেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ শনাক্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দিতে অন্তত তিন সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।


ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করার এই কাজটি করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির ফরেনসিক বিভাগ। ইতোমধ্যে তারা কাজও শুরু করে দিয়েছে।


সিআইডির বিশেষ সুপার (ফরেনসিক) রোমানা আক্তার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের বলেন, “প্রতিটা মৃতদেহ থেকে দাঁত ও হাড় সংগ্রহ করব। দাঁত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে অন্তত ২১ দিন সময় লাগবে।”


শনাক্ত হওয়ার পর পুলিশ মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করবে বলে জানান এই সিআইডি কর্মকর্তা।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের ওই কারখানায় বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকালে ভয়াবহ আগুন লাগে। রাতেই ৩ জনের মৃত্যুর কথা জানানো হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।


ছয় তলা ভবনের চতুর্থ তলা পর্যন্ত তল্লাশি শেষে শুক্রবার দুপুরের পর ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ বের করে আনতে শুরু করেন। সে সময় ৪৮টি বডি ব্যাগে মোট ৪৯টি মৃতদেহ পাঁচটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: ২১ জনের লাশ নিল পরিবার

বিডি নিউজ ২৪ | ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)
৩ বছর, ৩ মাস আগে

রূপগঞ্জে অগ্নিকাণ্ড : আরও ২১ মরদেহ হস্তান্তর আজ

জাগো নিউজ ২৪ | ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)
৩ বছর, ৩ মাস আগে

হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার

বিডি নিউজ ২৪ | ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)
৩ বছর, ৩ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us