করোনার প্রকোপ সামান্য কমতেই স্কুল খুলতে উদ্যোগী হল হরিয়ানা সরকার। ১৬ জুলাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলে যাচ্ছে। ২৩ জুলাই স্কুল খুলে যাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য। সরকারি এবং বেসরকারি, সব স্কুলই খোলার নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। পরিস্থিতি বুঝে সেই মতো ঘোষণা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে হরিয়ানায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে কোভিডে সংক্রমিত হয়েছেন ৫৫ জন। মৃত্যু হয়েছে ১০ জন করোনা রোগীর। এমন পরিস্থিতিতে স্কুলের পঠনপাঠন ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হল।