তৈমুরের ভাই এসেছে মাত্র মাস কয়েক। আর তার মাঝেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন কারিনা কাপুর খান। যা শুনে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।
প্রথমে যেন নিজের কান আর চোখকেই বিশ্বাস করতে পারেননি তারা। যদিও পরে স্পষ্ট হয় গোটা ব্যাপারটা। কারিনার লেখা একটি বই প্রকাশ পাবে খুব শিগগিরই। বইটির নাম ‘কারিনা কাপুর খান প্রেগনেন্সি বাইবেল’। আর সেটাকেই নিজের তৃতীয় সন্তান বলেছেন অভিনেত্রী।