ভারতে করোনাভাইরাস মহামারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই এবার কেরালায় হানা দিয়েছে জিকা ভাইরাস। সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। বিবিসি জানায়, ১৪ জনের ক্ষেত্রে মশাবাহিত এই জিকা ভাইরাস সংক্রমণের খবর আসার পর রাজ্যজুড়ে সব জেলায় সতর্কতা ঘোষণা করা হয়েছে।
ত্রিভেনড্রাম (বর্তমানে তিরুবন্তপুরম) জেলায় জিকা সংক্রমণ শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। আক্রান্তদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী।