সমাজের অসংগতি ও ইসলাম

সমকাল মোহাম্মদ বাহাউদ্দিন প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ১০:৫৭

আমরা বলে থাকি ইসলাম মানে শান্তি। সম্প্রীতি, শান্তি ও মানবতার ধর্ম ইসলাম। ইসলাম সম্পর্কে এ ধরনের বক্তব্য শুধু বলার জন্যই নয়; বাস্তবেও ইসলাম এসব গুণের সমারোহে গুণান্বিত। আজ আমাদের মাঝে ইসলাম আছে, কিন্তু তার নীতিবিধানের প্রতি কারও তোয়াক্কা নেই, ইসলামের সংবিধিবদ্ধ হুকুম-আহকাম রয়েছে, কিন্তু ব্যক্তি ও সমাজজীবনে সেগুলোর ওপর আমল বা চর্চা করার প্রতি কোনো আগ্রহ পরিলক্ষিত হয় না। নামে বা আদমশুমারিতে আমরা যারা মুসলিম পরিচয়ে পরিচিত, তাদের মধ্যে অধিকাংশই ইসলামের এসব কালজয়ী ও কল্যাণময় বিধিবিধান প্রতিপালনের ক্ষেত্রে উদাসীন; যার ফলে সমাজের বৃহত্তর অংশে মানবতাবাদী ও চিরকল্যাণকর জীবনবিধান ইসলামের কাঙ্ক্ষিত সুফল দৃশ্যমান হয় না। কখনও ব্যক্তি পর্যায়ে, কখনও সমাজজীবনে, কখনও-বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যার যার সুবিধা ও মতলব অনুযায়ী ইসলামের খণ্ডিত বা আংশিক কিছু বিষয়ের আমল বা চর্চার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়; তাতে প্রকৃতপক্ষে মানবসমাজে বড় আকারে কোনো পরিবর্তন বা প্রত্যাশিত মাত্রায় ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটে না। এ ক্ষেত্রে ইসলামের চিরন্তন আবেদন ও শাশ্বত বিধানের সর্বব্যাপী কল্যাণজনক বিষয়টি অনুপস্থিতই থেকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us