গতবছর দুর্নীতির প্রস্তাব পেয়েও গোপন রাখার পর অবশেষে ক্ষমা চাইলেন পাকিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। সেই ঘটনায় ১২ মাসের জন্য নিষিদ্ধ ছিলেন উমর।
২০২০ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঠিক আগে দিয়ে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি গোপন রেখে দিয়েছিলেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান। যে কারণে তাকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।