চট্টগ্রাম নগরের আটটি উন্নয়ন প্রকল্পের কাজ মাঝপথে ফেলে চলে গেছেন তিন ঠিকাদার। এর মধ্যে যুতটুকু কাজ করেছেন, তার ৮৯ কোটি ৫৭ লাখ টাকাও তুলে নিয়ে গেছেন তাঁরা। কাজ শেষ করতে দফায় দফায় নোটিশ দিয়ে, সময় বাড়িয়েও তাঁদের সাড়া মেলেনি। শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারি ও মার্চে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করেছে সিটি করপোরেশন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (সিজিপি)’–এর কাজ নিয়ে এমন জটিলতা সৃষ্টি হয়েছে। জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এসব প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।