খুলনার চারটি হাসপাতালে কয়েক দিন ধরে ১৫ জনের বেশি করে মানুষ মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ওই চারটি হাসপাতালে মারা গেছেন ২১ জন। খুলনায় এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
জেলার পরিস্থিতি খারাপ হওয়ার প্রধান কারণ হিসেবে স্বাস্থ্যবিধির কোনো রকম তোয়াক্কা না করাকে দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অভিযোগ আছে, খুলনায় শুরু থেকেই শনাক্ত হওয়া ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের চিহ্নিত করার কাজগুলো ঠিকমতো হয়নি। সন্দেহভাজনদের কোয়ারেন্টিন করার কাজ মাঝেমধ্যে হয়েছে। তবে বেশির ভাগ সময় তা ঠিকমতো হয়নি।