আবারও সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবাহিত হওয়া বায়ু। যে বায়ুর প্রভাবেই বর্ষা ঋতুতে বৃষ্টি হয়। এই ‘মৌসুমি বায়ু’ সক্রিয় হওয়ায় এর প্রভাবে দেশের স্থলভাগে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে মঙ্গলবার (৬ জুলাই) সারাদিন রাজধানী ঢাকা প্রায় বৃষ্টিহীন থাকলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় বৃষ্টি। বুধবার (৭ জুলাই) সকালেও কোথাও কোথাও হয়েছে বৃষ্টি। মেঘলা আকাশ তো রয়েছেই। বুধবার আষাঢ়ের ২৩ তারিখ।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।