করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হয়েছে ১ জুলাই। জরুরি সেবাদানকারীরা ছাড়া সাধারণ মানুষ যেন অহেতুক ঘরের বাইরে যেতে না পারেন সে জন্য ২১টি শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শর্তগুলো গণমাধ্যমে বারবার প্রচার করা হচ্ছে। এ জন্য রাস্তায় নেমেছে সেনাবাহিনী, আনসার, পুলিশ। বড় রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে। প্রথম দিন টিভিতে দেখা গেল- গাড়ি থামিয়ে ড্রাইভারকে রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করার সময় পাশে ঘিরে রয়েছে বহু কৌতূহলী মানুষ। জরিমানা বা শাস্তি দেওয়া হচ্ছে কিনা তা দেখার জন্য কৌতূহলী এসব মানুষ গাড়ির পাশেই হাঁ করে তাকিয়ে রয়েছেন!