মতপ্রকাশের ‘লাগাম টানতে’ আরো আইন!

নয়া দিগন্ত এম আব্দুল্লাহ প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১৯:৫৭

ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয়েছে প্রায় তিন বছর আগে। নিপীড়নমূলক এই আইনের সমালোচনায় এখনো মুখর মানবাধিকার ও মৌলিক অধিকার নিয়ে কর্মরত দেশ-বিদেশের ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানগুলো। কারণ আইনটি পাসের আগে যে লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলা হয়েছে, প্রয়োগের ক্ষেত্রে দেখা গেছে ভিন্নতা। ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে সাইবার ক্রিমিনালদের অপরাধ রোধের পরিবর্তে বহুল বিতর্কিত আইনটির যথেচ্ছ ব্যবহার দেখা গেছে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভিন্নমতের সাংবাদিক ও সোস্যাল অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে।


সরকার ও তাদের অন্ধ অনুসারী ছাড়া প্রায় সব মহলে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’-এর স্বাধীন সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাপরিপন্থী ধারাগুলো ধিকৃত হয়েছে। আইনটি বাতিলের জোরালো দাবি উঠেছে দফায় দফায়। বিশেষ করে এই আইনে লেখক মোস্তাক আহমদের গ্রেফতার এবং কারাগারে মৃত্যুর ঘটনায় রাজপথ উত্তাল হয়ে উঠেছিল। পরিস্থিতি সামলাতে সরকারের পক্ষ থেকে আইনের অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় সংশোধনীর আশ্বাসবাণী শোনানো হয়। কিন্তু তা বাস্তবায়নের মুখ দেখেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us