বর্তমান করোনা পরিস্থিতি ও টিকাদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে প্রেস ব্রিফিং ডেকে অনিবার্য কারণে তা স্থগিত করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ ৬ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় সচিবালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং ডেকেছিলেন তিনি। গতকাল (সোমবার) রাত সাড়ে নয়টায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে প্রেস ব্রিফিং এর কথা জানিয়ে অনুষ্ঠানটি কাভারেজ-এর জন্য বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াতে ইমেইল করেন।