আগামী লোকসভা ভোটে বিজেপি-বিরোধী আঞ্চলিক দলগুলির সম্ভাব্য জোট নিয়ে এ বার মুখ খুললেন লালু প্রসাদের পুত্র আরজেডি নেতা তেজস্বী যাদব। জানালেন, “ঘরোয়া ভাবে দলগুলির মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে।” তাঁর কথায়, “প্রত্যেকটি দল তাদের রাজ্যে বিজেপিকে আটকানোর জন্য চেষ্টা শুরু করে দিয়েছে।”
এনসিপি নেতা শরদ পওয়ার এর আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন। শিবসেনার পক্ষ থেকে উদ্ধব ঠাকরেও সরব হয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত প্রশান্ত কিশোর এক পক্ষকালে তিন বার বৈঠক করেছেন পওয়ারের সঙ্গে। আবার পওয়ারের বাড়িতেই আটটি রাজনৈতিক দলের নেতা বৈঠকে বসেছিলেন রাষ্ট্রমঞ্চ নাম দিয়ে।