প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের ওপর নির্ভরতা কমিয়ে মোংলা সমুদ্র বন্দরকে গতিশীল করার চেষ্টা অবশেষে কাজে আসতে শুরু করেছে, যে ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত অর্থবছরে বন্দরের ইতিহাসে জাহাজ আগমনের রেকর্ড হয়েছে। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় ৭০ বছরের রেকর্ড ভেঙে ২০২০-২১ অর্থবছরে ৯৭০টি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে।
এই সময়ে বন্দরে ১৪ হাজার ৪৭৪টি গাড়ি এবং ৪৩ হাজার ৯৫৯টি টিইউএস (২০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার) কন্টেইনার খালাস ও বোঝাই হয়। এতে বন্দরের আয়ও যে কোনো সময়ের চেয়ে বেড়ে সদ্য সমাপ্ত অর্থবছরে হয়েছে ৩৪০ কোটি টাকা।