আগামী ২৪ আগস্ট স্বাধীনতার ৩০ বছর উদযাপন করবে ইউক্রেন। সেই উপলক্ষে ওইদিন সামরিক কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর তাতে নারী সেনাদের সামরিক বুটের পরিবর্তে হাই হিল জুতা পরিধান করিয়ে কুচকাওয়াজে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।