করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় মানুষ ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ও গাড়ির সংখ্যা বাড়লেও তা খুব বেশি নয়। বের হলেই পড়তে হচ্ছে জেরার মুখে। ফলে বাইরে গাড়ি নিয়ে মানুষজন খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না।