ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি এটা হবে নতুন একটি আইন৷ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আইনটি পাস হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে৷ অনলাইন প্ল্যাটফর্মগুলো যাতে বাংলাদেশে অফিস স্থাপনে বাধ্য হয় সেই বিধান রাখা হচ্ছে আইনে৷’’ এনিয়ে কথা বলার জন্য আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি৷ তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আইনটি প্রক্রিয়াধীন আছে বলে ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, ‘‘বিষয়টি আইসিটি বিভাগ দেখছে৷ তারাই আইনের খসড়া করছে৷’’ গত বছর সেপ্টেম্বরে এই মন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন বিষয় ছড়ানো হয়৷ পাশাপাশি নানা ধরনের গুজব প্রচার করা হয় অনেক সময়৷ এসব অপরাধ ঠেকাতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার৷