দুই দিন আগের কথা। দেশজুড়ে চলছে সীমিত পরিসরে লকডাউন। গণপরিবহন বন্ধ থাকলেও খোলা থাকে সরকারি, আধা সরকারি ও বেসরকারি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। ফলে অফিসগামীদের পড়তে হয় পরিবহন সংকটে। এ সময় সুযোগ লুফে নেয় রিকশা চালকেরা। স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া বেড়ে যায় দুই থেকে তিন গুণ। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্য যেতে যায় রাজধানীবাসীর। সামর্থ্য না থাকায় তখন অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান।