দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর এখন পর্যন্ত দফায় দফায় সাধারণ ছুটি ও লকডাউন বাস্তবায়ন করা হয়েছে। লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমদিকে সরকার কিছুটা কঠোর ছিল। পরবর্তী সময়ে জীবন-জীবিকা ও জাতীয় অর্থনীতির কথা চিন্তা করে একাধিকবার ঢিলেঢালাভাবে লকডাউন বাস্তবায়ন করা হয়েছে। এটা সত্য যে, লকডাউন করোনার সংক্রমণ সাময়িকভাবে কমিয়ে আনতে পারে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। বরং এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বিগত সময়ে দেশে-বিদেশে লকডাউন চালু থাকায় অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব পড়েছে। দেশে দারিদ্র্যের হার বেড়েছে, অসংখ্য মানুষ কাজ হারিয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা কমেছে।