সরকারি আমলাদের কর্তৃত্ব নিয়ে গত ২৮ জুন জাতীয় সংসদ অধিবেশনে তিনজন সিনিয়র সদস্য উষ্ফ্মা প্রকাশ করেছেন। ২৯ জুনের পত্রিকায় এই খবরটি বেশ গুরুত্ব সহকারেই প্রকাশিত হয়েছে। করোনাকালে সরকারি ত্রাণ বিতরণে এমপিদের এড়িয়ে আমলাদের দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'এতে রাজনৈতিক সরকার ও রাজনীতিবিদদের কর্তৃত্ব ম্লান হয়ে যায়।' তাকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, 'দেশে এখন রাজনীতি নেই। দেশ রাজনীতিশূন্য। রাজনীতির নামে এখন পালাগান অনুষ্ঠান হয়। সন্ধ্যার পরে ওবায়দুল কাদেরের পালাগান, তার একটু পরেই শুরু হয় টেলিভিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পালাগান। রাজনীতিবিদরা ঘরে বসে পালাগানের রাজনীতি দেখেন।' তিনি এও বলেন, 'রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করে নিচ্ছেন। দেশ চালাচ্ছেন জগৎ শেঠরা। দেশ চালাচ্ছেন আমলারা।' একই দলের রুস্তম আলী ফরাজী বলেন, 'আমলারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন।' কানাডার বেগমপাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, 'ওখানে যারা বাড়ি বানিয়েছেন, তাদের ম্যাক্সিমাম আমলা আর কিছু নষ্ট রাজনীতিবিদ।'