সুনামগঞ্জে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যাদুকাটা নদীসহ সীমান্ত এলাকার সবকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সীমান্ত এলাকা ঘেঁষা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রান্না করাসহ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন ওই এলাকার মানুষ।
এলাকাবাসী জানান, হঠাৎ করে পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকে পড়লে ভোগান্তির শেষ থাকে না। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকায় ঘরবন্দি হয়ে থাকতে হয়। এ সময় রান্নাসহ গরু-মহিষ নিয়ে বিপাকে পড়তে হয়।