ভারতের মাটিতে বসছে না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের চারটি ভেন্যুতে হবে ক্রিকেটের এ বৈশ্বিক আসর। খবরটি নিশ্চিত করেছে আইসিসি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট একাডেমিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।