নিউজ চ্যানেলে হওয়া বিতর্ক অনুষ্ঠান কম বেশি সকলেই দেখেছেন। এই সমস্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মাঝে মাঝে এমন কথা বলেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রিপোর্টারদের কিছু ভিডিও অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। তবে এবার জাম্বিয়ার একটি টিভি চ্যানেলের সঞ্চালকের ভিডিও নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছে।
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা টিভি চ্যানেলের সঞ্চালকের নাম কাবিন্দা কালিমিনা (Kabinda Kalimina)। তিনি KBN TV-এর সঞ্চালক। লাইভে নিউজ বুলেটিন পড়তে পড়তে তিনি এমন কাণ্ড ঘটালেন, যাতে উপস্থিত সমস্ত কর্মী এবং দর্শকরা পর্যন্ত হতবাক হয়ে যান।