মগবাজারের ভয়াবহ বিস্ফোরণে ভূপাতিত ভবনটিতে ১২ শতাংশ বিস্ফোরক গ্যাসের উপস্থিতি ছিল। এই গ্যাসের মধ্যে বেশিরভাগই ছিল মিথেন। এই গ্যাস বাতাসে মিশেই বিস্ফোরণ ঘটেছে।
পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিটিসি) অনুসন্ধানী দলের দেয়া তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামান। মঙ্গলবার (২৯ জুন) ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।