সদ্য জন্মদিন গেল ঋতাভরী চক্রবর্তীর। তাঁর আগে এই মাসেই UCLA অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক হন অভিনেত্রী। শুধু তাই নয় সেরার শিরোপা পেয়েছেন ঋতাভরী। ইতিমধ্যেই তাঁর ছবি ‘ব্রোকেন ফ্রেম’ মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
ঋতাভরীর বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা রোহিত রায়। এবার তাঁদের ছবির ভূয়সী প্রশংসা করলেন সুপারস্টার হৃতিক রোশন। তাঁদের এই ছবি মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার জন্য টিম ‘Broken Frame’-কে শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন।