যানজটের নিত্য যন্ত্রণা, তালিত রেলগেটে আটকে থাকার সময় গাড়িতেই প্রসব

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১৭:১৮

রেলগেটের যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার সময় গা়ড়িতেই জন্মাল এক শিশু। রবিবার সকালে পূর্ব বর্ধমানের তালিতের রেলগেটের সামনে গাড়িতে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মন্দিরা দাস। স্থানীয়দের অভিযোগ, নিত্যদিন যানজটের সমস্যায় জেরবার তাঁরা। রবিবার শিশুপ্রসবের ঘটনায় সে সমস্যার কথা ফের এক বার ফুটে উঠল।


মন্দিরার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতিকে ভর্তি করানোর জন্য রবিবার পিলখুড়ি গ্রাম থেকে একটি গাড়িতে রওনা দিয়েছিলেন তাঁরা। তালিত রেলগেটে তাঁদের গাড়ি আটকে পড়ে। দীর্ঘক্ষণ রেলগেটটি বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন মন্দিরার আত্মীয়েরা। সে সময় মন্দিরার প্রসববেদনা ওঠে। যানজটের জেরে অত্যন্ত অসুবিধার মধ্যে অবশেষে গাড়ির ভিতরেই সন্তান প্রসব করেন মন্দিরা। বর্ধমানের তিনকোনিয়ায় এলাকার বাসিন্দা তথা মন্দিরার স্বামী বিজয় দাস জানিয়েছেন, এটি তাঁদের দ্বিতীয় পুত্রসন্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us