প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার মাগুরায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন বিষয়ক ভার্চুয়াল কর্মশালা।
কর্মশালায় ভার্চুয়ালী সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরিন আফরোজ। সংযুক্ত ছিলেন যুগ্ম সচিব কাজী দেলোয়ার হোসেন, সহকারি পরিচালক আনোয়ার হোসেন সোহাগ, যাদব সরকার, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জুলিয়া সুকায়না, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল মাজেদ। কর্মশালায় বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানসহ সাংবাদিকবৃন্দ সংযুক্ত ছিলেন।