বাংলায় পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিল মমতা সরকার। ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড দেওয়া হবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কার্ডের মাধ্যমে ১০ লাখ টাকার ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। সরকার এই প্রকল্পের গ্যারান্টার হবে বলে জানান মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড দেওয়া হবে। ১০ লাখ টাকার লোন দেওয়া হবে।৩০ জুন পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেওয়া হবে। সরকার গ্যারান্টার হবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড নিতে পারবেন। চাকরি পাওয়ার পর লোনের মাধ্যমে ক্রেডিট কার্ড ফেরত দিতে হবে। স্নাতক-স্নাতকোত্তর গবেষণায় সুবিধা পাবেন'।