পশ্চিমবঙ্গ বিজেপি-তে বরাবরই সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে এসেছেন রাজ্য সভাপতি। কারণএর আগে বাংলায় বিরোধী দলনেতা পদে কোনও দিন বিজেপি-র কেউ থাকেননি। নীলবাড়ি দখলের স্বপ্ন পূরণ না হলেও এই প্রথম বড় সংখ্যায় বিধায়ক নিয়ে প্রধান ও একমাত্র বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি। বিরোধী দলনেতা হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
আর তার পর থেকেই একাধিক ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন তৈরি হয়েছে— রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাকি বিরোধী দলনেতা শুভেন্দু?সংগঠনে কার গুরুত্ব বেশি?অধিকারের প্রশ্নটিও সামনে এসে গিয়েছে। দিলীপ-শুভেন্দু প্রকাশ্য বিবাদ না থাকলেও রাজনৈতিক মহলে দুই শিবিরের মধ্যে দূরত্বের কথা এখন সর্বজন বিদিত।