করোনার (Covid) হাত থেকে বাঁচতে এখন একমাত্র অস্ত্র করোনা ভ্যাকসিন (Covid-19 vaccines)। কিন্তু ভ্যাকসিনের (Covid-19 vaccines) পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য ভীত অনেকে। যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা হল, জ্বর, গা ব্যথা সঙ্গে ক্লান্তি। বমি বমি ভাব। ব্যক্তি বিশেষে এই সব উপসর্গ (symptoms) বদলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি লোকের নজরে পড়ছে, তা হল হাতের যেখানে সূচ ফোটানো হয়েছে সেই জায়গাটিতে ব্যথা। ফোলা ভাব। এটি কোনও রোগের ইঙ্গিত নয় তো? এমনই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সকলের মনে।