বেঞ্চ বদলের দাবি উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হল না। হাই কোর্টের কার্যবিবরণী অনুযায়ী দেখা গেল, বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চেই হতে চলেছে নন্দীগ্রাম মামলার শুনানি। কিছু ক্ষণের মধ্যেই শুনানি শুরু হওয়ার কথা। তবে বিচারপতি চন্দ যদি স্বেচ্ছায় এই মামলা থেকে সরে যান সে ক্ষেত্রে মামলাটি অন্য কোনও বেঞ্চে যেতে পারে। না হলে মমতা-শুভেন্দুর দ্বৈরথের বিচার করবেন বিচারপতি চন্দ।