শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৪৭ সালের দেশভাগের পর থেকেই মুক্তিসংগ্রামের যে প্রস্তুতির মধ্য দিয়ে বাংলার মানুষ এগিয়ে যেতে থাকেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিকে, সেই সংগ্রামের এক অবিস্মরণীয় প্রতিকৃতি সিরাজুদ্দীন হোসেন। গণমাধ্যমের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা সংগ্রামের যে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম রচিত হয়েছিল, তার প্রাতঃস্মরণীয় কাণ্ডারির নাম সিরাজুদ্দীন হোসেন। এ কারণেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের মাত্র ছয়দিন আগে (১০ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর দোসর আল-বদর বাহিনী তাকে ধরে নিয়ে যায়। যে শহীদদের পুণ্য রক্তধারায় আজ আমরা স্বাধীন, সেই রক্তসাগরে মিশে আছে এই প্রণম্য সাংবাদিকের রক্ত।