দেশের উত্তরাঞ্চলে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি বড় প্রকল্প গ্রহণ করেছে সরকার। এ প্রকল্পের আওতায় রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ ও উত্তরা ইপিজেড এবং প্রস্তাবিত নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে।
‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পটির মাধ্যমেই এসব এলাকায় পাইপলাইন নির্মাণ করা হবে। পাইপলাইন হয়ে গেলে বিদ্যমান ও নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাবে। ফলে এই প্রকল্পের মাধ্যমে এলাকায় শিল্পোৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।