অনেকেই শখের বশে পান খেয়ে ঠোঁট লাল করেন! আবার অনেকেই পানে আসক্ত হয়ে পড়েন। পান পাতায় একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে। তাই পান খেলে নানা উপকার মেলে। তবে পানের সঙ্গে জর্দা খাওয়া আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
রূপচর্চায় প্রাচীনকাল থেকেই পান পাতা ব্যবহৃত হয়ে আসছে। ত্বক এমনকি চুলের বিভিন্ন সমস্যা সমাধান করে পান পাতা। অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যন্টি-ইফ্লেমেটরিসহ নানা উপাদান আছে পান পাতায়।