দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু ও আক্রান্তের হার সে চিত্রই দেখাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যমতে, দেশে করোনাভাইরাসের শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ ছাড়িয়েছে।
এ অবস্থায় হাসপাতালগুলোতে আবারও আইসিইউ সংকট তৈরি হচ্ছে। এরইমধ্যে রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৫টি সরকারি হাসপাতালের তিনটিতেই কোনো আইসিইউ শয্যা খালি নেই।
এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।