রাজনৈতিক উদ্দেশেই আলাপনকে আক্রমণ করছে কেন্দ্রীয় সরকার: তৃণমূল

ইত্তেফাক প্রকাশিত: ২৩ জুন ২০২১, ০৭:২৩

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকার আক্রমণ করছে। গতকাল মঙ্গলবার কলকাতায় তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের দুই এমপি সৌগত রায় এবং সুখেন্দু শেখর রায়।


সৌগত রায় অভিযোগ করে বলেন, আলাপনের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে না থাকায় আলাপনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবই বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্বে থাকেন। প্রতিহিংসামূলক যা করা হচ্ছে, তা প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। কোনো আমলাকে ডাকতে হলে রাজ্য সরকারের মতামত নিতে হয়। ভারত সরকারের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us