চলমান লকডাউনের তৃতীয় সপ্তাহের চতুর্থ দিন সাতক্ষীরার হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত হলেও অপর আটজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, এখন পর্যন্ত গত এক বছরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। অপরদিকে, একই সময়ের ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৮১ জন।
অপরদিকে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে ২৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১৯ জনসহ ৩৯১ জন করোনা পজিটিভ রোগী রয়েছেন। তারা প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন।