একবার কাশ্মীর সমস্যা সমাধান হয়ে গেলে পরমাণু অস্ত্র ভাণ্ডারের আর কোনও প্রয়োজনীয়তাই থাকবে না, এমন কথাই শোনা গেল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে। ২২ জুন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কাশ্মীরের ম্যাপ নিয়ে বিরোধের জেরে গত বছর দোভাল বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর এই প্রথম মুখোমুখি হবেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। ঠিক তার আগেই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে ফের একবার কাশ্মীর প্রসঙ্গ তুলে আনলেন পাক প্রধানমন্ত্রী। যেখান কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আমেরিকার সাহায্যও চাইলেন তিনি! ভারতের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।